ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
সুনামগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি’র দু’টি গ্র“প।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে জেলা কালেক্টরেটের প্রধান ফটক থেকে জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়।



মিছিলটি স্থানীয় ট্রাফিক পয়েন্টে যেতে চাইলে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সোনালী ব্যাংকের সামনে পুলিশ বাধা দেয়।

এসময় পুলিশের বাধার মুখে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন-জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন ও বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুক আলম।  

এসময় জেলা বিএনপি নেতা আতম মিসবাহ, অধ্যাপক শেরগুল আহমেদ, নজরুল ইসলাম, অ্যাডভোকেট শাহিনুর রহমান, আব্দুল মজিদ ও মোস্তাক অহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে, সাবেক হুইপ ও জেলা বিএনপি জেলা কালেক্টরেট চত্বর থেকে সাবেক সভাপতি ফজলুল হক আছপিয়ার নেতৃত্বে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ট্রাফিক পয়েন্টে যেতে চাইলে পুলিশ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বাধা দেয়।

পুলিশের বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ও বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুণ অর রশিদ, বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল মজাদ চৌধুরী ও অ্যাডভোকেট শেরে নূর আলী প্রমুখ।

এরপর জেলা ছাত্রদলের আমিন-শফিক গ্র“প একই দাবিতে জেলা কালেক্টরেটের প্রধান ফটক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জামতলা মসজিদের সামনে এলে পুলিশের বাধা ফিরে যায়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম শফিক, ইকবাল হোসেন, ময়না মিয়া, আবুল কালাম, ছাত্রদল নেতা ফারুক মিয়া, ফরহাদ শাহ, আব্দুস শহীদ, মাহমদ, রুপক, জালাল, সাইফুল ইসলাম, সোহাগ, ছুটিল অহমদ, শরিফ মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।