ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ষষ্ঠ দফায় আরও তিনদিনের রিমান্ডে রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
ষষ্ঠ দফায় আরও তিনদিনের রিমান্ডে রিজভী রুহুল কবির রিজভী আহমেদ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা চলন্ত গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যাচেষ্টার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মোহাম্মদপুর থানার বিস্ফোরক আইনের অন্য এক মামলায় দু’দিনের রিমান্ডে ছিলেন রিজভী।

রিমান্ড শেষে রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার সিএমএম আদালতে রিজভীকে হাজির করা হয়। মোহাম্মদপুর থানার চলন্ত গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যাচেষ্টার মামলায় (নম্বর: ৩০(১)২০১৫) ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ সাহা। শুনানি শেষে  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।  

মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় চলন্ত গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যাচেষ্টার অভিযোগে গত ১৭ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়।

৩০ জানুয়ারি দিনগত রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করেন ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (ৠাব) সদস্যরা। এরপর ১ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফায় রিজভীকে টানা ১৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে ১ ফেব্রুয়ারি থেকে বাড্ডা থানার গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের মামলায় তিনদিন, ৪ ফেব্রুয়ারি থেকে যাত্রাবাড়ী থানার বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় পাঁচদিন, ১০ ফেব্রুয়ারি থেকে একই থানার নাশকতার মামলায় পাঁচদিন, ১৬ ফেব্রুয়ারি থেকে একই থানার বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় তিনদিন এবং ২০ ফেব্রুয়ারি থেকে মোহাম্মদপুর থানার বিস্ফোরক আইনের মামলায় দু’দিনের রিমান্ডে ছিলেন রিজভী।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।