সিরাজগঞ্জ: গুম-খুন ও গণগ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জ ও উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের ইসলামিয়া কলেজ রোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে সদর হাসপাতাল রোডে গেলে পুলিশের উপস্থিতি দেখে ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান রতন, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলম, থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট সোহেল প্রমুখ।
অপরদিকে, দুপুর ১টার দিকে উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল মান্নান ও ওয়ারেছ আলীর নেতৃত্বে মিছিল বের হয়।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে পুলিশ এসে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় মিছিল থেকে জনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫