ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খোকারা বোমাবাজি করছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
খোকারা বোমাবাজি করছে আ ক ম মোজাম্মেল হক ও সাদেক হোসেন খোকা

ঢাকা: খোকা সাহেব (সাদেক হোসেন খোকা) বিদেশে বসে বলছেন সংলাপ হলে বোমাবাজি বন্ধ হবে, তা হলে কি ধরে নেওয়া যায় দেশব্যাপী বোমাবাজি তারাই করছেন বলে মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, রাজনীতির নামে তারা (বিএনপি জোট) বোমাবাজি করছে। এদের সঙ্গে কোনো সংলাপ নয়। এরা সন্ত্রাসী গ্রুপ। সংলাপ হয় মানুষে-মানুষে। সন্ত্রাসীদের সঙ্গে নয়।

‘পুলিশকে অস্ত্র দেওয়া হয়েছে জনগণের জানমালের নিরপত্তার জন্য’ জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, পুলিশের হাতে ‍অস্ত্র কেন, তাদের অস্ত্র দেওয়া হয়েছে জনগণের জানমালের নিরপত্তা নিশ্চিত করার জন্য। তারা এ জন্য অস্ত্র ব্যবহার করতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মুহাম্মদ মমতাজ উদ্দিন আহমদ, ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।