সিলেট: বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সিলেটে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় মিছিল করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান. পূর্ব জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটের সামনে থেকে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে শিবিরের মহানগর শাখার নেতাকর্মীরা। তারা বারুতখানা পয়েন্টে গিয়ে সটকে পড়েন। মিছিলে ২৫/৩০ জন নেতাকর্মী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫