নীলফামারী: চলমান হরতাল ও অবরোধের সমর্থনে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌর বাজারের দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি বাটার মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব উর রহমান, সদর উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনাম হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা দ্রুত সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫