ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদা তেমন অসুস্থ নন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
‘খালেদা তেমন অসুস্থ নন’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তেমন অসুস্থ নন’ বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. এম তাহির।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে রেব হয়ে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

এরআগে দুপুর ২টা ৪৫ মিনিটে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার কার্যালয়ে প্রবেশ করেন পাঁচ সদস্যের ওই চিকিৎসক দলটি। এ দলের নেতৃত্বে ছিলেন এম তাহির।

ডা. এম তাহির বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) তেমন অসুস্থ নন। বয়সের ভারে একজন মানুষের স্বাভাবিক অসুস্থতা থাকবেই। এছাড়া ম্যাডামের তেমন কিছু হয়নি।

ওই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপ‍াতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এম তৌহিদুল হক, অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালের অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, সাভার এনাম মেডিকেল কলেজের এনেসথেসিয়া ও আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম এবং মিরপুর জোনের অ্যাপলো হাসপাতালের নার্স লাবনী।

এরআগে খালেদা জিয়ার ক‍ার্যালয়ের প্রবেশের আগে এম তাহির সাংবাদিকদের বলেছিলেন, আমি কোনো রাজনীতি করি না। তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকি‍ৎসক আমাকে আসতে বলায় আমি এসেছি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

** খালেদার ক‍ার্যালয়ে চিকিৎসক দল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।