ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

মান্না-খোকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট‍ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
মান্না-খোকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর স‍ূত্রাপুরে ১৪ দলের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।



বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদে এ সমাবেশের অয়োজন করে ঢাকা মহানগর ১৪ দল।

মোহাম্মদ নাসিম বলেন, সাদেক হোসেন খোকা আর মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জনগণের সম্পর্ক নেই। তারা লাশের ওপর দিয়ে ক্ষমতা দখল করতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদেরকে ছাড় দেওয়া যাবে না।

তিনি বলেন, যে যাই বলুক, বিদেশিরা যতই প্রেসক্রিপশন দিক কোনো কাজ হবে না। কথা পরিস্কার, ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। সে সময়ই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ হবে। খুনিদের সঙ্গে কোনো সংলাপ হবে না।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, আপনিও লাশ চান? মানুষকে খুন করে ক্ষমতায় যেতে চান। বাংলার মাটিতে লাশের ওপর দিয়ে আপনাকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। জনগণ তো দূরের কথা, আপন‍ার দলের কর্মীরাও আপনার সঙ্গে নেই। বাটি চালান দিয়ে আপনার একজন কর্মীও খুঁজে পাওয়া যায় না। রাজনীতি করতে চাইলে, রাস্তায় নেমে আসুন। মানুষের সঙ্গে কথা বলেন। মিছিল-মিটিং করেন। আপনাকের কেউ বাধা দেবে না।

নাসিম বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না দিলে দেশে ‘মার্শাল ল’ আসতো। মানুষ মার্শাল ল’ চায় না। তাই, শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন দিয়েছেন।

স‍ূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়‍ুয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংসদ সদস্য হাজী মো. সেলিম, জাসদ ঢাকা মহানগরের সভাপতি শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসেন, সাম্যবাদী দলের হারুন চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।