ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

অসময়ে সংলাপের প্রশ্নই আসে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
অসময়ে সংলাপের প্রশ্নই আসে না ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, আততায়ী ও হত্যাকারীদের সঙ্গে কোনো আলোচনা নয়। যখন আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছিল তখন তারা আসেননি।

এখন অসময়ে সংলাপ বা আলোচনার কোনো প্রশ্নই আসেনা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবি রাসেল আশেকীর কবিতাগ্রন্থ ‘জয়সিঁড়ি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এইচ টি ইমাম বিএনপির সমালোচনা করে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্ট করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আসতে হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

এছাড়া বইটির ওপর আলোচনা করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর। কবি নুরুল হুদার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫/আপডেট : ২০৩০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।