ঢাকা: চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনোই পীর)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বরিশালে চরমোনাই মাদ্রাসায় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন ।
দেশে রাজনৈতিক সঙ্কট চলছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। অন্যভাবে মোকাবেলার চেষ্টা করা কারণেই দেশে মহাবিপর্যয় দেখা দিয়েছে। আর এভাবে চললে দেশ অতি দ্রুত ব্যর্থ রাষ্ট্রে হিসেবে প্রমাণিত হবে।
সবদলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন রাজনৈতিক ঘোলাটে পরিস্থিতির সুষ্ঠু সমাধান বলেও মতবিনিময় অনুষ্ঠানে তিনি দাবি করেন ।
অনুষ্ঠানে চরমোনাই ইউপি চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়েরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫