ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে জিহাদি বইসহ শিবির নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
ফরিদপুরে জিহাদি বইসহ শিবির নেতা আটক

ফরিদপুর: ফরিদপুর শহরের মধ্য আলীপুরের একটি বাসা থেকে জিহাদি বই, শিবিরের ব্যানার এবং দুটি ল্যাপটপসহ হুমায়ূন কবীর (২৪) নামে এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে তাকে আটক করা হয়।



আটককৃত ওই শিবিরি নেতা মাগুরা জেলার আলোকদিয়া গ্রামের আলী আকবরের ছেলে। হুমায়ুন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান) শেষ বর্ষের ছাত্র।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক বাংলানিউজকে বলেন, ফরিদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের শিবির সভাপতি হুমায়ুন কবীর। গত ৫/৬মাস ধরে মধ্য আলীপুরের আলমগীর হোসেনের বাড়ি ভাড়া নিয়ে বসবার করে জিহাদি কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুটি ল্যাপটপ ও দুই বস্তা ধর্মীয় ও জিহাদি বই উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।