রাজশাহী: রাজশাহীতে ককটেলসহ ওহিদুর রহমান শুভ (১৯) নামের এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর হড়গ্রাম মুন্সীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ওহিদুলকে দেখে মহানগরীর কোর্ট মুন্সীপাড়া এলাকায় দায়িত্বরত এএসআই রতনের সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে কালো টেপ মোড়ানো একটি ককটেল উদ্ধার করা হয়।
আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে নিজেকে শিবিরকর্মী বলে পরিচয় দেন শুভ।
এ ঘটনায় শুভের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫