চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা জামায়াতের বহিষ্কৃত নেতা আব্দুস সাত্তারকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আব্দুস সাত্তার দামুড়হুদা উপজেলা শহরের মাদ্রাসাপাড়ার হুরমুত আলীর ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিয়মিত মামলায় আব্দুস সাত্তারকে আটক করা হয়েছে। তাকে মঙ্গলবার চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫