ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বান্দরবানে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
বান্দরবানে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ৯ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ৯ নেতাকর্মী আহত হয়েছেন।



সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান বাজারের দুই নম্বর গলিতে দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা রিটল বিশ্বাস, মমতাজ উদ্দিন, মোহাম্মদ জাহেদ ও হাসানের নাম পাওয়া গেছে।

দলীয় সূত্র জানায়, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হরতাল-অবরোধের সমর্থনে বান্দরবানে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে যুবদলের নেতারা বক্তব্যে পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজাকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সম্বোধন করেন।
 
এ  নিয়ে দুই গ্রুপের কর্মী-সমর্থকদের বাকবিতণ্ডার একপর্যায়ে ধস্তাধস্তি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে উভয় গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করতে লাঠিচার্জ শুরু করে। এতে ৯ নেতাকর্মী আহত হয়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী, সহ সভাপতি অধ্যাপক মো. ওসমান গনি, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম-সম্পাদক মুজিবুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদসহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় কাউকে আটক ও মামলা করা হয়নি।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।