ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

আটকদের বিষয়ে জানাতে বিএনপি নেতাকর্মীদের প্রতি নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
আটকদের বিষয়ে জানাতে বিএনপি নেতাকর্মীদের প্রতি নির্দেশ

ঢাকা: দেশে চলমান সহিংসতাকে কেন্দ্র করে দেশের নিরাপত্তাকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাদের আটক করছে, তাদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানানোর জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নজরুল ইসলাম খানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপার্সনের গণমাধ্যম শাখার কমর্কর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, দেশে গুম, খুন বেড়ে গেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) ৬ জনকে ক্রসফায়ার করে মেরে ফেলা হয়েছে। সরকারের নিরাপত্তাকর্মীরা যখন-তখন যাকে-তাকে ‘নাশকতাকারী’ বলে আটক করছে।

তিনি জানান, কাউকে আটক করা সম্পর্কে বিএনপির কেন্দ্রীয়, দফতর ও আইনজীবী ফোরামের নেতাদের কাছে, বিশেষ করে চেয়ারপাসর্ন কার্যালয়ে যারা অবস্থান করছেন, তাদের তাৎক্ষণিতকভাবে অবহিত করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন নজরুল ইসলাম খান।

আটকদের পরিবারের সদস্যদেরও একই পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।