বরিশাল: বরিশাল মহানগর ও বিভাগের সব জেলায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রদল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুজ্জামান রাশেদ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে কথিত বন্ধুকযুদ্ধের নামে আগৈলঝাড়া উপজেলার ছাত্রদল নেতা মো. টিপু হাওলাদারসহ সারাদেশে গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ছাত্রদল বরিশাল মহানগর ও বিভাগের সব জেলায় বুধবার সকাল-সন্ধ্যা সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল আহ্বান করা হয়েছে।
ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের হরতাল পালনের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
তবে ছাত্রদলের বরিশাল জেলা ও মহানগরের পদধারী নেতারা আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫