ঢাকা: রাজধানীর নয়াপল্টন মোড়ে হোটেল কস্তুরীর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ন’টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাড়ে নয়টার দিকে আকস্মিকভাবে হোটেলের সামনে একটি ককটেলের বিস্ফোরিত হয়। এতে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে বিষয়টি অস্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
থানার ওসি (তদন্ত) তোফায়েল আহমেদ বাংলানিউজকে বলেন, ওই এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫