বগুড়া: হরতাল-অবরোধে জেলার বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা নাশকতা রোধে করণীয় নির্ধারণে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনময় করেছেন বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক (পিপিএম)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বগুড়া পুলিশ লাইন অডিটোরিয়ামে এ মতবিনিময় হয়।
সভায় পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, সাংবাদিকসহ সবার সহযোগিতায় বগুড়া এখনও শান্ত রয়েছে। তেমন কোনো বড় ধরনের অপ্রীতির ঘটনা ঘটাতে পারেনি দুর্বৃত্তরা।
জেলার প্রায় ২৫টি স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যার সবগুলো স্থানেই স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিকে নিয়ে জেলা পুলিশ মতবিনিময় সভা করেছে। এর ফলে ক্রমেই নাশকতামূলক কর্মকাণ্ড কমে যাচ্ছে বগুড়ায়।
তিনি জানান, ৫ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় ভাঙচুর ও নাশকতা মামলা হয়েছে ৬৪ টি। যাতে ৩১৪ জনের নামসহ আসামি রয়েছেন ২ হাজার ৫৯ জন। ককটেল, পেট্রোলবোমা ও ককটেলসহ হাতেনাতে ২৯ জনসহ মোট গ্রেফতার করা হয়েছেন ৭৫৭ জন। এর মধ্যে সন্দেহভাজন আসামির সংখ্যা ৫৭৪। এ পর্যন্ত জেলায় গাড়ি পোড়ানো হয়েছে ৪৯টি, ভাঙচুর করা হয়েছে ২৮টি, মোট ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৮টি।
নিহত হয়েছেন চার জন এবং ৬ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ২৪ জন। উদ্ধার করা হয়েছে তিনটি শক্তিশালী হাতবোমা, দশটি পেট্রোলবোমা ও ৪৬টি ককটেল এবং জামায়াত-শিবিরের চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন রকম কম্পিউটার সরঞ্জামাদি।
অন্যান্য জেলার তুলনায় এ জেলায় আগে থেকেই হত্যাকাণ্ড বেশি হতো উল্লেখ করে পুলিশ সুপার বলেন, সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড কিছু বাড়লেও তা রাজনৈতিক নয়। বরং এর অধিকাংশই ছিল সামাজিক হত্যাকাণ্ড। তবে বিগত যেকোনো সময়ের চেয়ে বেড়েছে চোরাচালান ও মাদক মামলা। যা পুলিশের জন্য কৃতিত্বের স্বাক্ষর বহন করে।
মতবিনিময় সভায় পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, আরিফুর রহমান মন্ডল (ডিএসবি), সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহম্মেদ খান, উজ্জল কুমার রায়, সহকারী পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান, দৈনিক প্রভাতের আলো পত্রিকার সম্পাদক মমতাজ উদ্দিন, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সম্পাদক সুমনা রায়, দৈনিক উত্তরকোন পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার (জেইউবি) সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক মোমিনুর রশিদ সাইনসহ বিভিন্ন পর্যায়ে বগুড়ায় কর্মরত সাংবাদিকরা।
বাংলাদেশ সময় : ১০৩২ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৫