নড়াইল: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত-শিবিরের সাত কর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে চারজন বিএনপি, দুইজন জামায়াত ও একজন শিবিরের কর্মী রয়েছে।
নড়াইল পুলিশ কন্ট্রোল রুম থেকে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে নয় জন, লোহাগড়ায় নয়, কালিয়ায় চার ও নড়াগাতি থেকে দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫