বগুড়া: বগুড়ায় নাশকতা মামলায় জামায়াত-শিবির ও ছাত্রদলের নেতাকর্মীসহ ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে ভাংচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা মামলায় জামায়াত-শিবির ও ছাত্রদলের ৪ জনসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫।