ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
ফেনীতে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

ফেনী: ফেনী সদর উপজেলার বালিগাঁওয়ে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।



গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন- যুবদলকর্মী বাহার উদ্দিন, সাইফুল ইসলাম পারভেজ(১৭) ও শাহজালাল(৫৫)। বাকি দুজনের নাম জানা যায়নি।

বালিগাঁওয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, সংঘর্ষে তাদের ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, হরতাল-অবরোধে নাশকতা ও শনিবার রাতে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর তোরণ পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে বালিগাঁওয়ে অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশের সঙ্গে থাকা ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে   গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক(এসআই) জিয়াউল হক বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শুসেন চন্দ্র শীল বাংলানিউজকে জানান, ওই এলাকায় ছাত্রলীগের কোনো শক্ত অবস্থান নেই। বিএনপি নেতাকর্মীরা নিজেরাই সংঘর্ষে লিপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।