ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

আন্দোলনের ৫০ দিন পূর্তিতে ময়মনসিংহ বিএনপির ভূরিভোজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
আন্দোলনের ৫০ দিন পূর্তিতে ময়মনসিংহ বিএনপির ভূরিভোজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ : ময়মনসিংহে ২০ দলীয় জোটের টানা আন্দোলনের ৫০দিন পূর্তিতে দলীয় নেতা-কর্মীদের জন্য ভূরিভোজের আয়োজন করেছে দক্ষিণ জেলা বিএনপি।

মঙ্গলবার দুপুরে শহরের জেলা বিএনপি কার্যালয়ের পার্শ্ববর্তী নজরুল একাডেমি প্রাঙ্গণে এ ভূরিভোজে তিন শতাধিক নেতা-কর্মী অংশ নেয়।

     
      
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, কোষাধ্যক্ষ রতন আকন্দ, কোতয়ালী বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আজিজ, যুবদল সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জগলুল হায়দার, ছাত্রনেতা উজ্জল, এজিএস রাসেল, জিএস মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।  

ভূরিভোজের বাবুর্চি ও জেলা বাবুর্চি সমিতির সহ-সভাপতি আব্দুল কাদির জানান, ৬০ কেজি সাদা চাউল, ৬০ কেজি গরুর মাংস ও ২০ কেজি মুসুরের ডাল দিয়ে সুস্বাদু ভুনা খিচুরি রান্না করা হয়েছে।     

এবিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম বলেন, মূলত আন্দোলনের মাঠে নেতা-কর্মীদের সাথে আন্তরিকতা বৃদ্ধির মাধ্যমে পুলিশের ভয় কাটাতেই এ আয়োজন।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ জানান, আন্দোলনের মাঠে নেতা-কর্মীদের খাবারের ব্যবস্থা করার তেমন সুযোগ হয় না। তাই আগামী দিনের আন্দোলন সংগ্রামে সৌহার্দপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে নেতা-কর্মীদের চাঙ্গা করতেই এ আয়োজন।   

এ সময় তিনি বলেন, বিএনপি নাশকতায় বিশ্বাসী না। ইতিমধ্যে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা তা প্রমাণ করেছি।    

বাংলাদেশ সময়: ১৮৪৩ ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।