সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শিবিরের ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- বহুলী ইউনিয়নের খাগা গ্রামের আমিনুল ইসলাম (৩০) ও একই এলাকার ইকবাল হোসেন (৩২)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
এদিকে ইকবাল হোসেনের পরিবার দাবি করছে, ইকবাল শিবিরের সঙ্গে জড়িত নয়। সে একজন মাদ্রাসা ছাত্র। একটি মামলায় প্রথমে তার নাম না থাকলেও পরে তার নাম দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫