ঢাকা: ‘দুঃখকে জয় করে সারদা মণি যেমন মনবকল্যাণে কাজ করেছেন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। অসম্ভবকে সম্ভব করে চলেছেন’ বলে মত দিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে ‘শ্রীরামকৃষ্ণদেবের ১৮০তম জন্মতিথি ও বার্ষিক উৎসবে’ তিনি একথা বলেন। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওই উৎসবের পঞ্চম দিন মঙ্গলবার। ১৮৫৩ সালের এইদিনে জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণের স্ত্রী সারদা মণি।
সরদা মণির জীবনী আলোকপাত করে মতিয়া চৌধুরী বলেন, সারদা মণি নিজের দুঃখকে জয় করেছেন। মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেছেন। সেই পথ ধরে আমাদের নেত্রীও কাজ করে যাচ্ছেন। তিনি (শেখ হাসিনা) একদিনে পরিবারের সব সদস্যকে হারিয়েছেন। ওই কষ্ট ধারণ করেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, সারদা মণির প্রথাগত শিক্ষা না থাকলেও যে শিক্ষা ধারণ করেছেন, তারই আলোয় সমাজকে আলোকিত করেছেন। মেয়েদের শিক্ষায় শেখ হাসিনা শতকরা ৮০ ভাগ উপবৃত্তির ব্যবস্থা করেছেন। আর ছেলেদের জন্য ব্যবস্থা করেছেন ২০ ভাগ। কেউ কেউ বলতে পারেন এটা বৈষম্য। তবে না। এটা মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ছেলেদের সমমানে পৌঁছানোর চেষ্টা।
ইস্পাহানি কলেজ ঢাকা’র অধ্যক্ষ ড. মারুফি খানের সভাপতিত্বে এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক মধবী রাণি চন্দ্র, বাবুরহাট কলেজের সহকারি অধ্যাপক সবিতা বিশ্বাস ও কৃষ্ণদাস সরকার।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫