বগুড়া: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল বগুড়ায় একেবারে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হরতালের পক্ষে ও বিপক্ষে দুভাবেই মিছিল হয়েছে।
এদিকে শহরে অল্প কিছু দোকানপাট ও মার্কেট বন্ধ দেখা গেলেও সকাল থেকেই ট্রেনসহ শহরের ভেতরে ও বাইরে রিকশা, অটোরিকশাসহ প্রায় সব ধরনের যানবাহন চলাচল করেছে।
এদিন দুপুর ১২টার দিকে বগুড়া শহর আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সুলতান মাহমুদ খান রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে সকাল ৯টার দিকে হরতালের সমর্থনে শেরপুর রোড কলোনি ও পলেটিকনিক এলাকায় মিছিল করে জেলা ছাত্রদল। এছাড়া হরতালের সমর্থনে জেলার গাবতলী ও কাহালু উপজেলায় ২০ দলের ছোট দুইটি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫