ঢাকা: রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নবাবপুর ও সেগুনবাগিচায় এ ঘটনা ঘটে।
এদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুরান ঢাকার নবাবপুর চিশতী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে হাজী নাজিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।
নাজিমের স্ত্রী জেবিনা বেগম জানান, তিনি লাইট কিনতে বের হলে চিশতী মার্কেটের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে গুরুতর আহত হন। এতে তার কাঁধে স্প্লিন্টারের আঘাত লাগে।
প্রথমে থাকে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
একই ঘটনায় ফোরকান আলী (৩৫) নামে বনশ্রী আইডিয়াল স্কুলের দারোয়ানে আহত হয়েছেন। তিনি ওই এলাকা দিয়ে রিকশাযোগে সদরঘাট যাচ্ছিলেন। তারও কাঁধে স্প্লিন্টারের আঘাত লাগে। পরে তাকে উদ্ধার ঢামেক নিয়ে আসা হয়।
এছাড়া, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে আমিরুল ইসলাম (২৭) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক নিয়ে আসে।
ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫/আপডেট: ২০১৭ ঘণ্টা