রাজশাহী: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন ‘আপনি লাশ চান, কিন্তু লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। দশম জাতীয় সংসদ নির্বাচনে না গিয়ে আপনি ভুল করেছেন।
রাজশাহী জুটমিল মাঠে মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ জনসভা হয়।
নাসিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর দেশের গণতন্ত্র রক্ষা পেয়েছে। নির্বাচন না হলে মার্শল-ল হতো। ওই সময় বেগম জিয়া অবরোধ-হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ তার সেই আকাক্সক্ষা পূরণ হতে দেয়নি। আবারও তিনি একই ষড়যন্ত্রে মেতে উঠেছেন। দেশে হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারছেন। শিশুর লাশ নিয়েছেন, বাস শ্রমিকের লাশ নিয়েছেন, ট্রাক শ্রমিকের লাশ নিয়েছেন, বৃদ্ধ মানুষের লাশ নিয়েছেন। আর কত লাশ চাই আপনার?’
বঙ্গবন্ধু মানুষের জন্য রাজনীতি করেছেন। চরম নির্যাতিত হয়েছেন উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘, কিন্তু কখন প্রতিশোধ নিতে মানুষ হত্যা করেন নি। তার আদর্শের রাজনীতি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারান্তরীণ হতে হয়েছে, আমরা নেতাকর্মীরা রাজপথে নির্যাতিত হয়েছি কিন্তু কখনও মানুষ মারার রাজনীতি করেন নি। পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারিনি। এখন মানুষ পুড়িয়ে আপনি কোন নির্বাচন চান। নির্বাচন কি হাতের মোয়া যে চাইলেই পাওয়া যাবে। এ জন্য আপনাদের গণতান্ত্রিক আন্দোলনের ধারায় ফিরে আসতে হবে। কারণ খুনিদের কাছে কখনও মাথা নত করা হবেনা। ’
রাজশাহীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাজশাহী ১৪ দলের ঘাটি। বিএনপি বা জামায়াত-শিবিরের ঘাটি নয়। আজকের এই বিশাল জনসভা তা আবারও প্রমাণ করেছে। বিএনপির শাসনামলে তাদের আশ্রয়-প্রশ্রয়ে এই রাজশাহীর মাটিতেই জঙ্গী-বাংলা ভাইদের উত্থান ঘটেছিল। তাই জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল বঙ্গবন্ধু হত্যার বিচার, একুশে আগস্ট গ্রেনেড হামলা ও বিডিআর হত্যাকা-ের বিচারই করেননি জঙ্গী-বাংলা ভাইদেরও নির্র্মূল করেছেন। রাজশাহী এখন ১৪ দলের ঘাটি। এখানে সন্ত্রাস মোকাবেলায় তাই আপনাদের পাড়া-মহল্লায়, জেলা-উপজেলায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। কেউ পেট্রোলবোমা মারলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। ’
জনসভায় রাজশাহী ১৪ দলের সমন্বয়ক মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া স্থানীয় ১৪ দল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন জনসভায়।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫