সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এহছানুর রহমান ইরাককে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর সুবহানীঘাট ইবনে সিনা ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সম্প্রতি চলমান অবরোধ ও হরতাল চলাকালে উপজেলার মাইজগাঁওয়ে পুলিশ আক্রান্তের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি এহছানুর রহমান ইরাক।
গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি পুলিশ তাকে আটক করে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫