সিলেট: সিলেটে ককটেল নিক্ষেপকারীকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় নগরীর পাঠানটোলা পয়েন্টে এ ঘটনা ঘটে।
আটক শামীম আহমদ পাঠানটোলা শাহজালাল জামেয়া ইসলামীয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান- মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর পাঠানটোলা এলাকায় ককটেল হামলা করে কয়েকজন যুবক। এসময় এক যুবক একটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর স্থানীয় জনতা তাকে ধাওয়া করে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
মহানগরীর জালালাবাদ থানার উপ-পরির্দক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫