ঢাকা: ২০ দলীয় জোটের টানা অবরোধ-হরতালে প্রভাব পড়ছে না সাধারণ মানুষের মধ্যে। প্রতিদিনের মতোই সকাল থেকেই কর্মসংস্থানে ছুটছে মানুষ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফার্মগেইট, কারওয়ানবাজার, শাহবাগ, গ্রিন রোডসহ রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্রই লক্ষ্য করা গেছে।
শহরের বেশিরভাগ মানুষ কর্মজীবী। আন্দোলন সহিংসতার নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারায় প্রথমদিকে সবাই হরতাল আতঙ্কে দিন কাটাচ্ছিল। কিন্তু তা এখন আর কেউ মানছে না। অতঙ্ক ভুলে রাস্তায় নামছে। তাই তো এই হরতালেও যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
এদিন রাতে ইটিসি বাসের যাত্রী মৃদুলা বাংলানিউজকে বলেন, কিছুদিন বেশ তাড়াতাড়ি অফিসে পৌঁছিয়েছি। কিন্তু গত রোববার থেকে আগের মতোই রাস্তায় গাড়ি চলছে। আজকেও প্রায় আধাঘণ্টা ধরে শাহবাগের সিগন্যালে গাড়িতে বসে ছিলাম।
কারওয়ানবাজারের ফুটপাতে ফল ব্যবসায়ী রহিম বাংলানিউজকে জানান, ‘বিকেল থাইক্যা যানজট বেশি দেখা যাইতাছে। তয় কালকাউ (গতকাল) এমুনি আছিল। হরতালে মনে হয় দিন দিন যানজট আরও বাড়তাছে। ’
ফার্মগেইট মোড়ের ট্রাফিক পুলিশ মো. ওসমান বাংলানিউজকে জানান, হরতাল কেউ মানছে না। আজ সকাল থেকেই রাস্তায় যান চলাচল বেশি। দুপুরের দিকে যানবাহনের চাপ কম থাকলেও সন্ধ্যা থেকে এখন রাত পর্যন্ত গাড়ির চাপ অন্য দিনের তুলনায় অনেক বেশি। ফলে সিগন্যালও ছাড়তে হচ্ছে অনেক সময় পরপর।
বিজয় সরণী মোড়ের সিগন্যালে দাঁড়ানো রয়েছে ৩নম্বর গাড়ি। আর সে গাড়িতে ঝুলে আছেন যাত্রীরা। গাড়িতে এমন ঝুলে থাকা যাত্রী দেখেই বোঝা যাচ্ছে হরতালের কোনো প্রভাব নেই সাধারণ মানুষের মধ্যে।
কথা হলো গাড়ির ড্রাইভার সাগরের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, ‘হরতালে যদি আইজার মতো ইনকাম হইতো তাইলেও আমগো কোনো সমস্যা হওনের কথা না। আর পেট্রোল বোমার উৎপাত কমছে বইল্যাই ওহন লোকজন বেশি হইছে। সঙ্গে মানষের ভয়-ডরও কমসে। ওহন আমরা খাইয়া পইরা বাঁচতে পারুম। ’
তবে এখনও শংকায় আছেন অনেকে। কারওয়ানবাজারে বাসের জন্য দাঁড়িয়ে থাকা কলেজ ছাত্র নিয়ন জানায়, আজকে গাড়ি চলাচল দেখে মনে হচ্ছে হরতাল নেই। তারপরেও বলা তো যায় না, কখন কি হয়ে যায়। এজন্য এমন হরতাল থাকার চেয়ে না থাকাই ভালো।
হরতালের দেওয়াল টপকাতে চায় সবাই। তাই তো হরতাল-অবোরোধে কোনো কিছুর তোয়াক্কা না করেই আবারও রাস্তায় বের হয়ে পড়েছে ঢাকাবাসী। মানুষের ঢলে ব্যস্ত রাজধানী শহর ধীরে ধীরে ফিরে পাচ্ছে প্রাণ, তার আগের রূপ।
** মহাখালী থেকে বনানী, যানজটে আটকা দেড় ঘণ্টা!
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫