রাজশাহী: টানা অবরোধ-হরতালে জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে রাজশাহীতে। ক’দিন থেকে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ২০ দলের হরতাল কর্মসূচি।
গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা মাঠে নেই এক মাসেরও বেশি সময় থেকে। এর ওপর বিভিন্ন স্থানে গণপিটুনি এবং পুলিশের কাছে হাতেনাতে আটকের ঘটনায় জামায়াত-শিবির কর্মীরাও মাঠ ছাড়তে শুরু করেছে।
এক সপ্তাহ আগেও নাশকতার অশঙ্কায় রাতে যানবাহন চলাচল কম লক্ষ্য করা গেছে। কিন্তু যতই দিন গড়াচ্ছে রাতের অাতঙ্কও কমতে শুরু করেছে মহানগর ও জেলার সড়ক-মহাসড়কে।
অবরোধের পাশাপাশি হরতাল চললেও মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মহানগরের শিরোইলে কেন্দ্রীয় বাস টার্মিনাল, সাহেব বাজার জিরোপয়েন্ট ও রেলগেটসহ গুরুতপূর্ণ সড়কগুলোর অনেকস্থানেই যানজট দেখা গেছে।
পুলিশ, ৠাব ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে এদিনও কোথাও দাঁড়াতে পারেনি অবরোধ ও হরতাল সমর্থকরা। সকাল থেকেই দূর-পাল্লার বাস চলাচল করছে।
তবে রাজশাহীর আন্ত:জেলা রুটে পুরোদমে বাস চলাচল করলেও দূরপাল্লার রুটে যাবাহনের সংখ্যা ছিল স্বাভাবিক দিনের তুলনায় কম। এছাড়া মহানগরের বিভিন্ন সড়কে রিকশা, অটোরিকশা মোটরসাইকেল, সিএনজি, শিশুক ও টেম্পোসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী সিল্কসিটি ও খুলনাগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনসহ বিভিন্ন রুটের আন্তঃনগর এবং লোকাল মেইল ট্রেন নির্দিষ্ট সময়ে চলাচল করছে।
এদিকে, অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান এখন খোলা থাকছে। ভাঙচুরের শঙ্কা থাকার পরও খুলছে ছোট ছোট দোকান-পাট। ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে লেনদেন হচ্ছে স্বাভাবিক দিনের মতোই।
তবে অবরোধ-হরতালে নাশকতা এড়াতে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, ৠাব ও বিজিবি। স্পর্শকাতর স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ, ৠাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। রাখা হয়েছে গোয়েন্দা তৎপরতা। নাশকতাকারীদের ধরিয়ে দিতে লিফলেট বিলি করেছে ৠাব।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানিয়েছেন, হরতালকে কেন্দ্র করে মহানগরী জুড়ে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মহানগর এলাকায় নাশকতা ঠেকাতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এতে ধীরে ধীরে রাজশাহীতে নাশকতার হার কমছে বলে মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
** হরতাল দিয়েও যানজট কমাতে পারেনি বিএনপি!