রংপুর: ২০ দলের টানা হরতালেও যানজটের কবল থেকে মুক্তি নেই রংপুরবাসীর। হরতাল শুধুই নামেই চলছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেতে রাত পর্যন্ত নগরীর মর্ডান মোড়, সাতমাথা, শাপলা চত্বর, স্টেশন এলাকা, টার্মিনাল, মেডিক্যাল মোড়, ধাপ, সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানির মোড় এলাকা ছিলো বিভিন্ন ধরনের যানবাহনের দখলে। ঘণ্টার পর ঘণ্টা ছিলো যানজট।
এসব এলাকা পাড়ি দিতে যানবাহনের চালক ও যাত্রীদের নাভিশ্বাস উঠে যায়।
অটো চালক আনছার আলী জানান, ২০ দলের ডাকা হরতালে যানবাহন ঠিকই চলাচল করছে। হরতালে যানবাহনের চাকা থেমে নেই।
তিনি জানান, অবরোধ হরতালের কারণে গাড়ি-ঘোড়া চলাচল সহজ হওয়ার পরিবর্তে যানজটের কারণে ১০ মিনিটের পথ পাড়ি দিতে কোনো কেনো সময় দুই ঘণ্টা পর্যন্ত লেগে যাচ্ছে।
সকাল থেকে রাত পর্যন্ত যানজটের কারণে ট্রাফিক পুলিশদের হিমশিম খেতে হয়। নগরীর জাহাজ কোম্পানির মোড় এলাকায় দায়িত্বরত ট্রাফিক সামছুল ইসলাম জানান, সকাল থেকে রাত পর্যন্ত নগীতে যে যানজটের সৃষ্টি হয় তা সীমিত জনবল দিয়ে সামলানো মুশকিল।
রাতে নগরীর মেডিক্যাল মোড় এলাকায় যানজটের কারণে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ট্রাক চালক লতিফ উদ্দিন জানান, মর্ডান মোড় থেকে মেডিক্যাল মোড় পর্যন্ত আসতে তার সময় লেগেছে প্রায় একঘণ্টা।
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ফেব্রয়ারি ২৪, ২০১৫