সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সিরামিকসের মাটিবোঝাই একটি ট্রাক ভাঙচুরের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের মুলিবাড়ী মেরিন একাডেমির সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও ট্রাকের চালক জেলাল হোসেন জানান, ঢাকা থেকে সিরাজগঞ্জ বিসিকশিল্প এলাকায় আসার পথে উক্ত ঘটনাস্থলে পৌঁছলে ১৩/১৪ জন দুর্বৃত্ত প্রথমে ট্রাকে ঢিল ছুড়ে ভাঙচুর করে।
পরে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৩০৮ ফেব্রুয়ারি ২৫, ২০১৫