বরিশাল: দেশব্যাপী বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যা, পেট্রোল বোমা মেরে যানবাহন ধ্বংস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- মোস্তাফিজুর রহমান বাদশা, হুমায়ুন কবির, মোরশেদ হোসেন আনছারি, মিজানুর রহমান ও শামসুল আলম গিয়াস।
এ সময় বক্তারা নাশকতাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি হরতাল অবরোধের নামে মানুষ হত্যাসহ ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫