কুড়িগ্রাম: কুড়িগ্রামে অবরোধ ও হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং আওয়ামী লীগের নেতকর্মীরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম পোস্ট অফিস পাড়ার জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে পুলিশি বাধার মুখে সেখানেই জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জহুরুল আলম, মাহাবুবুর রহমান, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, নাদিম আহমেদ, ছাত্রদলের বিপ্লব, আমিমুল প্রমুখ।
বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল-অবরোধ সহিংসতা সহ সুশীল সমাজের একাংশের চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেস কুড়িগ্রামে জেলা আওয়ামীলীগ।
অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী, সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, আওয়ামী লীগ নেতা অলক সরকার, সাঈদ হাসান লোবান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫