ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ট্রাক পোড়ানোর ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
সিরাজগঞ্জে ট্রাক পোড়ানোর ঘটনায় মামলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পেট্রোল ঢেলে ট্রাক পোড়ানোর ঘটনায় অজ্ঞাতপরিচয় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।  
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ট্রাকের চালক জেলাল হোসেন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।


 
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
এর আগে, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের সদর উপজেলার মুলিবাড়ী মেরিন একাডেমির সামনে সিরামিক্সের মাটি ভর্তি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা। এতে কেউ হতাহত না হলেও ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
 
এদিকে, নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  
 
আটকরা হলেন- শহরের মাছুমপুর মহল্লার তুষার, নতুন সয়দাবাদ গ্রামের আশরাফুল ইসলাম ও মফিজুল ইসলাম এবং দুখিয়াবাড়ী গ্রামের আলমগীর হোসেন।
 
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ