ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

মুক্তিপণ হিসেবে খালেদা জিয়া ক্ষমতা দাবি করছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
মুক্তিপণ হিসেবে খালেদা জিয়া ক্ষমতা দাবি করছেন ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জনগণকে জিম্মি করে মুক্তিপণ হিসেবে ক্ষমতা দাবি করছেন এমন মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রে ক্লাবের সামনে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।



ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) সংগঠনটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরতাল-অবরোধের নামে দেশে চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

নাজমুল হক অভিযোগ করে বলেন, তালেবানরা যেমন সাধারণ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একইভাবে আন্দোলনের নামে দেশের মানুষকে জিম্মি করে মুক্তিপণ হিসেবে ক্ষমতা দাবি করছেন। গণআন্দোলন তাকেই বলে যখন সেখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা থাকে। কিন্তু এখন আন্দোলনের নামে যা হচ্ছে, তাতে সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই। তাই খালেদা জিয়া সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে কেউ ক্ষমতায় যেতে পারেনি, আপনিও পারবেন না। বাংলার জনগণ আপনাকে সে সুযোগ দেবে না।

মানববন্ধন থেকে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে হরতাল-অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানান।

আয়োজক সংগঠনের কার্যকরী সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, সহ-সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ