ঢাকা: একজন রাজনৈতিক ব্যক্তি যখন প্রকাশ্যে মানুষ মারার রাজনীতির কথা বলেন তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া রাষ্ট্রের আর কিছুই করার থাকে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম।
তিনি বলেন, যেখানে গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ আছে সেখানে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি যারা করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই উচিত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ডারমাটোলজিক্যাল সোসাইটির ২১তম বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মোহাম্মাদ নাসিম বলেন, যারা লাশের রাজনীতি করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে সরকার। খালেদা জিয়ার নামেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরপর কয়েকবার আদেশের পরও আদালতে হাজিরা দেননি তিনি। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এখন ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, দেশে এইচআইভি রোগির সংখ্যা নিষন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে। অন্যদিকে আক্রান্তদের চিকিৎসায় বিপুল টাকা খরচ করে সরকার ওষুধ কিনছে। আর তা বিলি করছে এনজিওগুলো। তবে এই ব্যবস্থায় রোগিরা সঠিকভাবে ওষুধ না পাওয়ার অভিযোগ করেছে। ফলে আগামী বছর থেকে চিকিৎসকরাই এইচআইভির বিভিন্ন ওষুধ সরবরাহ করবেন।
এ সময় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক, আয়োজক সংগঠনের সভাপতি একিউ এম সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫