ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন গাজীপুরে পৃথকস্থানে যাত্রীবেশে দুই বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টা ও সোয়া ৩টার দিকে এ দুটি ঘটনা ঘটে।
এরমধ্যে, বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সেবা হাসপাতালের সামনে নবীনগরগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে উঠে আগুন লাগিয়ে দেয় হরতাল-অবরোধকারীরা।
এরআগে, বিকেল সোয়া ৩টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকাগামী সাতাইশ পরিবহনের আরও একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে আগুন দেয় তারা।
তবে এ দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আকতারুজ্জামান লিটন বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন স্থানীয়ভাবে নেভানো হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫