ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘উদ্বিগ্ন নন খালেদা’

সাজেদা সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
‘উদ্বিগ্ন নন খালেদা’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

গুলশান কার্যালয় থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারে পরোয়ানা জারির খবর সকালেই জেনেছে বাংলাদেশ। সেই জেরে মিডিয়ার নজর এখন গুলশানে।

বিভিন্ন গণমাধ্যমকর্মীদের আনাগোনা ক্রমেই বাড়ছে তার কার্যালয় ঘিরে। সবই জেনেছেন খালেদা, তবে ‘উদ্বিগ্ন নন তিনি’।
 
এমন দাবি তার সঙ্গে কার্যালয়ে অবস্থানরত একাধিক সূত্রের।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকেই মনোযোগের কেন্দ্রে রয়েছে গুলশান। এখানেই নিজ কার্যালয়ে ৩ জানুয়ারি থেকে বেশ কয়েকজন নেতাকর্মী ও স্টাফদের নিয়ে অবস্থান করছেন খালেদা।
 
সূত্র জানায়, পরোয়ানা জারির খবর তাৎক্ষণিক জানানো হয়েছে বিএনপি প্রধানকে। জবাবে খালেদা ছিলেন নিরুত্তর। প্রতিদিনের মতোই নির্দিষ্ট কক্ষটিতে সময় কাটছে তার।
 
সূত্রের দাবি, খালেদা মানসিক সীমাহীন চাপ নিতে অভ্যস্ত। এতো বড় দলের দায়িত্বে থাকা প্রধান নেতা গ্রেপ্তার আতঙ্কে ভুগবেন না- এটাই স্বাভাবিক।
 
এদিকে খালেদার গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছেছে কি-না, কখন বা কবে নাগাদ খালেদা গ্রেফতার হবেন, আদৌ গ্রেফতার করা হবে কি-না তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে- এসবই এখন ‘টক অব দ্য টাউন’।
 
শুধু তাই নয়, তাকে গ্রেফতার নিয়ে নানা রকম অনুমাননির্ভর আলোচনাও চলছে। কেউ বলছেন, খালেদা জিয়াকে গ্রেফতার করে কার্যালয়েই রাখা হবে এক প্রকার ‘হাউজ-অ্যারেস্ট’ করে। এক্ষেত্রে তার বর্তমান সঙ্গী-সাথীদের হয়তো বের করে আনা হবে।
 
আবার কেউ বলছেন, খালেদার অপেক্ষায় রয়েছে কাশিমপুর কারাগার। সেখানে তার জন্য ইতোমধ্যে প্রস্তুত রয়েছে ভিআইপি সেল, গ্রেফতার করে তাকে সেখানেই রাখা হবে।
 
কয়েকদিন ধরেই বিভিন্ন সূত্রের দাবি রয়েছে, অসহযোগ আন্দোলনের পরিকল্পনা করছেন খালেদা। মার্চের প্রথমদিন থেকে অসহযোগের এ ঘোষণাটি নিজেই দিতে যাচ্ছেন তিনি। লাগাতার কর্মসূচি দিয়ে সরকার পতন না করে ছাড়তে রাজি নন এই ‘আপোষহীন নেত্রী’।
 
সব মিলিয়ে, মিডিয়াকর্মী, মিডিয়ার গাড়ি শুধু নয়, পুলিশের আনাগোনাও বেড়েছে গুলশান কার্যালয়কে কেন্দ্র করে। সাদা পোশাকের পুলিশ ও বিভিন্ন এজেন্সির সদস্যরাও নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত রয়েছেন।
 
কার্যালয় ফটকের ভেতরে উৎকর্ণ রয়েছেন সিএসএফ (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স) সদস্যরা। মিডিয়া উইং সদস্যরা বারান্দা ও ছাদে ঘুরছেন মাঝেমাঝেই।
 
বুধবারের সংশ্লিষ্ট অপর খবরটি হচ্ছে- লন্ডনে থাকা খালেদার বড় ছেলে তারেক রহমানকেও ৪ মার্চ হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
 
আর এসব ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাইলে দলটির নেতারা এড়িয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা নিজেদের অসহায়ত্ব তুলে ধরে বলেন, বিপাকে আছি, কথা বলে বিপদ বাড়াতে চাই না, ক্ষমা করবেন।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

** খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
** খালেদার অফিসে অস্থিরতা ভেতরে ভেতরে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ