ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বাকৃবি ছাত্রদল নেতা রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
বাকৃবি ছাত্রদল নেতা রিমান্ডে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম রাসেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ আমলী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।



আসামিপক্ষের আইনজীবী মো. সাজ্জাদুর রহমান নয়ন জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালী মডেল থানা পুলিশ রাসেলের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহরের নতুন বাজার মোড় এলাকা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম রাসেলকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ