ঢাকা: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদনের শুনানি করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মান্নাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান গুলশান থানার এসআই আব্দুল বারিক।
রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন একজন আইনজীবী আব্দুল মান্নান খান। সে সময় একে একে রিমান্ড শুনানিতে হাজির হন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ঢাকা বারের সভাপতি বিএনপি নেতা মোহসীন মিয়া, আনোয়ার জাহিদসহ বিএনপিপন্থি আইনজীবীরা।
মান্নার রিমান্ড শুনানি পরিণত হয় বিএনপির নেতাদের রিমান্ড শুনানির মতো। আদালতের পরিবেশও ছিল সেরকমই।
মান্নার জন্য স্লোগান দিতেও দেখা গেছে বিএনপিপন্থি আইনজীবীদের। ঢাকা বারের নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়া নীল ক্যাপ ও ব্যাচ পরিহিত অবস্থায় মান্নার পক্ষে শ্লোগান দেন তারা।
তবে মিডিয়ার সামনে তারা কোনো ব্রিফিং করেননি।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫