ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কেজরিওয়াল হওয়ার স্বপ্ন দেখছেন মান্না

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
কেজরিওয়াল হওয়ার স্বপ্ন দেখছেন মান্না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

জবি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ঢাকায় বসে দিল্লির অরবিন্দ  কেজরি ওয়াল হওয়ার রঙ্গিন স্বপ্ন দেখছেন মান্না। যাদের ৫০০ কর্মী নেই, তারা যখন কেজরিওয়াল হওয়ার স্বপ্ন দেখেন, তখন তাদের করুণা করতে ইচ্ছে হয়।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  বিশ্ববিদ্যালয়  ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তিনি (মান্না) জানেন না যে, দিল্লি ঢাকা হবে না, আর ঢাকা দিল্লি হবে না। বাংলাদেশের রাজনীতিতে মানুষ চেনা যাচ্ছে। যারা সুন্দর কথা বলেন, তাদের মুখোশ উন্মোচিত হলে যে চিত্র দেখা যায়, তা আমরা দেখেছি।

বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের সমালোচনা করে তিনি বলেন, বিআরটিসি’র ৪০টি বাস পোড়ানো হয়েছে, ভাংচুর করা হয়েছে। এর মাধ্যমে তারা তাদের রাজনৈতিক অস্তিত্বকে ঝুঁকির মধ্যে ফেলছে। তাদের জনবিচ্ছিন্নতা ডেকে আনছে। তারা আরব বসন্তের ধাঁচে আন্দোলন করতে চাচ্ছে, কিন্তু কোনো কর্মী মাঠে দেখা যায় না। তারা চোরাগুপ্তা হামলা, বোমাবাজি করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বোমাবাজি ও জনবিচ্ছিন্ন আন্দোলন করে, মানুষ পুড়িয়ে আপনার কী লাভ হচ্ছে? দেশের ক্ষতি হচ্ছে, উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, আর সাধারণ মানুষ জিম্মি হচ্ছে। তাই দেশের স্বার্থে  এমন আত্মঘাতী পথ থেকে সরে আসুন।

নিজের মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের ব্যাপারে মন্ত্রী বলেন, পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়, এটা এখন বাস্তবতা। রাজধানীতে মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়েছে। এক বছরের মধ্যে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কের চার লেনের কাজ শেষ হয়ে যাবে। জুনের দিকে ঢাকা-চট্টগ্রাম চারলেনের উদ্বোধন করা হবে।

ছাত্রলীগের সমালোচনা করে তিনি  বলেন, খারাপ কাজ করে ছাত্রলীগ বারবার  খবরের শিরোনাম হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও ছাত্র রাজনীতির দখলে চলে গেছে।

ছাত্রলীগকে পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর বই পড়ে শুদ্ধ রাজনীতি শিখুন।

আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, প্রধামন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ