ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার গ্রেফতারি পরোয়ানার নিন্দা স্বেচ্ছাসেবক দলের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
খালেদার গ্রেফতারি পরোয়ানার নিন্দা স্বেচ্ছাসেবক দলের

ঢাকা: দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।



সংগঠনের সহ-দপ্তর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চুর পাঠানো বিবৃতিতে  স্বেচ্ছাসেবক দল নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়া যখন দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার রক্ষায় গড়ে উঠা গণআন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, সরকার চলমান আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে দলীয় বিচারপতি নিয়োগ করে তাকে গ্রেফতার করে নিজেদের পতন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে।

হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু ও শফিউল বারী বাবু তাদের বিবৃতিতে আরও অভিযোগ করেন, সরকার একদিকে খালেদা জিয়া ও গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে, অন্যদিকে আদালতে দলীয় বিচারপতি নিয়োগ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় দিয়েছে। এ রায় এদেশের জনগণ মানে না, মানবে না।

স্বেচ্ছাসেবক দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়, তাহলে সারাদেশে যে আগুন জ্বলবে তাতে পুড়ে এ সরকার ছারখার হয়ে যাবে।

তাই সরকারকে অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান স্বেচ্ছাসেবক দলের এ তিন শীর্ষ নেতা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ