গাইবান্ধা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতার দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার থানা মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেটের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী সাকোয়াত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবলু ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল রংপুর-ঢাকা মহাসড়কসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বাংলানিউজে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫