ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার গ্রেফতারে আন্দোলন থামবে না

মান্নান মারুফ, সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
খালেদার গ্রেফতারে আন্দোলন থামবে না

ঢাকা: খালেদা জিয়া গ্রেফতার হলেও আন্দোলন থেমে যাবে না বলে মনে করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বুধবার দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর বাংলানিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তারা এ কথা বলেন।



দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, রাজনীতি করতে হলে জেল হতেই পারে। কিন্তু বিএনপি একটি বড় দল। এর লক্ষ লক্ষ নেতাকর্মী। তাই ম্যাডামকে (খালেদা জিয়া) গ্রেফতার করলে আন্দোলন থেমে যাবে এটা ভাবা ভুল হবে। বরং আন্দোলন আরো গতি পাবে।

তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) অ্যারেস্ট হলে গঠনতন্ত্র অনুযায়ী দল চলবে। তার পরে যিনি দায়িত্বে আছেন তিনিই তখন নেতৃত্ব দেবেন।

আর গ্রেফতারির পরোয়ানার বিষয়ে বিএনপির পক্ষ থেকে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে বলেও মন্তব্য করেন জেনারেল মাহবুব।

স্থায়ী কমিটির আর এক সদস্য নজরুল ইসলাম খান বলেন, আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটা আইনি বিষয়। এ ব্যাপারে আইনজীবীরা কথা বলবেন।

তবে এ নিয়ে কথা বলতে চাইলে স্থায়ী কমিটির অপর দুই সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ