ঢাকা: রাজধানীর লালবাগের নবাবগঞ্জ এলাকায় ককটেল বিস্ফোরণে মো. আক্কাস (৪২) ও মো. শহীদ (৩৮) নামে দু’জন আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় শহীদ কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সেন্টু বাংলানিউজকে বলেন, প্রতিদিন সন্ধ্যার পরে ওই জায়গায় এলাকাবাসী সহিংসতা প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন করে। আজ আমাদের সঙ্গে আক্কাস এবং শহীদও অংশ নেয়। হঠাৎ হরতাল সমর্থকরা ককটেল হামলা চালালে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসি।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫