ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার গ্রেফতারি পরোয়ানার নিন্দা ছাত্রদলের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
খালেদার গ্রেফতারি পরোয়ানার নিন্দা ছাত্রদলের

ঢাকা: দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ নিন্দা ও প্রতিবাদ জানান।



ছাত্রদল নেতারা তাদের বিবৃতিতে বলেন, সরকার ক্ষমতার নেশায় উম্মাদের মত আচরণ করছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দিশেহারা হয়ে তারা এখন খালেদা জিয়াকে গ্রেফতারের পাঁয়তারা করছে।

খালেদা জিয়াকে এ দেশের সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক, শিক্ষার প্রসার বিশেষ করে নারী শিক্ষা, দেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের অগ্রণী ভূমিকা পালনকারী উল্লেখ করে বিবৃতিতে ছাত্রদল সভাপতি ও সম্পাদক বলেন, তিনি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। তাকে গ্রেফতার করে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা কখনোই সফল হবে না।

পৃথক এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বৈষ্ণবকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়া, অপর একটি বিবৃতিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের কথা উল্লেখ করা হয়।

বিবৃতিতে জানানো হয়, বিএনপি প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তাৎক্ষণিক প্রতিবাদে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের মোড় থেকে কাঁটাবন পর্যন্ত, উত্তরায় শান্তা মারিয়ম বিশ্ববিদ্যালয়ের ‍সামনে এবং ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, ফরিদপুর, নরসিংদীসহ বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল করে ছাত্রদল।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ