ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কলাবাগানে যাত্রীবাহী বাসে ককটেল, আহত ৫

স্ট‍াফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
কলাবাগানে যাত্রীবাহী বাসে ককটেল, আহত ৫ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কলাবাগান এলাকায় ভিআইপি ২৭ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ককটেল হামলা চালিয়েছে অবরোধ-হরতাল সমর্থকরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে কলাবাগান মাঠের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীরা যাত্রীবাহী বাসে ককটেল হামলা চালালে এসময় পাঁচজন যাত্রী আহত হন।

এর আগে মগবাজার এলাকায় ককটেল হামলা চালানোর সময় একজনকে গণধোলাই দিয়ে রমনা থানায় সোপর্দ করেছেন পথচারীরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার সূত্র এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ