রাজশাহী: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদাররা বাঙালিকে গুলি করে মারতো। আর এখন তাদের দোসররা পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী বিভাগীয় বাস, ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিক্ষোভ সমাবেশে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, নবম ও দশম সংসদের যা অর্জন তা জামায়াত-বিএনপি জোট নষ্ট করতে চায়। কিন্তু তা সম্ভব হবে না। এ দেশের মানুষ তাদের পরিকল্পনা বুঝতে পেরেছেন।
বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান বীরবিক্রম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মুনজুর রহমান পিটার, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি এমানুল হক। সমাবেশ পরিচালনা করেন রাজশাহী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫